• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

নির্বাচন পর্যবেক্ষণ করবে ৩০৫ সদস্যের মনিটরিং সেল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩  

দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারাদেশে কাজ করবে ৩০৫ সদস্যের একটি মনিটরিং সেল। এই মনিটরিং সেলের উচ্চপর্যায়ের ৪১ সদস্য থাকবেন নির্বাচন ভবনে। বাকিরা ৬৬ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। বুধবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে এই মনিটরিং সেলের সদস্যরা প্রাথমিক কাজ শুরু করবেন। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে চারজন করে ২৬৪ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচনের যেকোনো পরিস্থিতি প্রতিবেদন একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নির্বাচন ভবনে পাঠাবেন। তাদের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে উচ্চপর্যায়ের মনিটরিং সেল। ৩০৫ সদস্যের এ মনিটরিং সেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি থাকবেন। তারা নিজ নিজ বাহিনীকে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় দিক-নির্দেশনা পাঠাবেন। মনিটরিং সেলের কার্যপরিধিতে বলা হয়েছে- নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনিটরিং সেল আগামী ২০২৪ সালের ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা পরিচালনা করা হবে। দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে মাঠ পর্যায়ে যথাসম্ভব যাচাই-বাছাই করা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিতকরণ (দেড় ঘণ্টা পর পর) এবং জরুরি প্রয়োজনে বিশেষ প্রতিবেদন পাঠাবে। সেলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি নির্বাচন উপলক্ষে মোতায়েন করা আইনশৃঙ্খলা সদস্যদের সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন। এছাড়া ভোটকেন্দ্র বা নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করা হবে। বিভিন্ন নির্বাচনী মালামাল পরিবহন, বিতরণ এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে কাজ করা হবে। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তাদের সহায়তায় সংস্থার নিজস্ব যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে ইসির নির্দেশনা তাৎক্ষণিক মাঠ পর্যায়ে নিয়োজিত বাহিনীকে অবহিত করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর