• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
জনচাহিদা মাথায় রেখে কাজ করুন চাকরিতে বয়সসীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই: জনপ্রশাসনমন্ত্রী গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দ্রুত সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়াদের সংগ্রামী জননেতা আজ ৭ মে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম শাহাদাৎ বার্ষিকী প্রকৌশলীদের আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে : প্রধানমন্ত্রী আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং

ট্রেনে আগুন: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৮ জনই আশঙ্কাজনক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৪  

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, একজনের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে। সবাই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। সবাইকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 
শনিবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ডা. সামন্ত লাল সেন বলেন, আসিফ মোহাম্মদ খান নামে একজন রোগীর শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাফিজ আলম নামে আরেকজনের ৫ শতাংশ পুড়েছে। এ দুজনসহ বাকিদের শ্বাসনালী পুড়ে গেছে। বলা যায়, সব রোগীই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এদিকে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে কমিটির প্রধান করা হয়েছে। সাত সদস্যের কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৫৪ যাত্রী নিয়ে শুক্রবার দুপুর ১টায় বেনাপোল থেকে কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি নেয় বেনাপোল এক্সপ্রেস। ট্রেনে কমলাপুরগামী যাত্রী ছিলেন ৪৯ জন। ট্রেন ঢাকায় পৌঁছানোর কথা রাত ৯টার দিকে। এর মধ্যে রাজধানীর গোপীবাগ পৌঁছালে আগুনের ঘটনা ঘটে। এতে ট্রেনের চার বড়ি পুড়ে ছাই হয়েছে। এসব বগিতে থাকা চারজনের মৃত্যু হয়েছে। দগ্ধ ৮ জন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছে।
 
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ট্রেনটি বেনাপোল থেকে কমলাপুরে আসছিল। রাত ৯টার দিকে গোপীবাগ এলাকায় ট্রেনের বগিতে আগুন দেয়া হয়। প্রথমে তিনটি বগিতে আগুন লেগেছে। পরে আরেকটি বগিতে ছড়িয়ে পড়ে। মোট চারটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 
মাইন উদ্দিন বলেন, এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার কার্যক্রম এখনও চলছে। আরও মরদেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। যারা দগ্ধ তাদের ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।
 
র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, দুর্বৃত্তরা নাকি নাশকতাকারীরা আগুন দিয়েছে, তা আমাদের গোয়েন্দারা তদন্ত করছে। এখন পর্যন্ত ভেতর থেকে চারটি মরদেহ পাওয়া গেছে। ট্রেনের চালকসহ অন্যদের সঙ্গে কথা হচ্ছে। কীভাবে আগুন লেগেছে, তা উদঘাটনের চেষ্টা চলছে। এ ছাড়া রেল কর্তৃপক্ষও তদন্ত করছে।
 
এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে দেশে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো।
 
অতিরিক্ত কমিশনার বলেন, তিনটি বগি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বলা যাবে না, কী কারণে হয়েছে। এ অগ্নিকাণ্ড যে, নাশকতা সেটি স্পষ্ট। বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে এ নাশকতা করা হয়েছে। সাধারণ যাত্রীদের প্রতি এ ধরনের সহিংসতা ও আগুনে পুড়িয়ে মারা মেনে নেয়া যায় না। জড়িতদের আইনের কাছে যেতে হবে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
 
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপণের কাজটি করেছে। রেলওয়ে, ডিএমপি, বিজিবি ও র‌্যাবও সহায়তা করেছে। আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস এখন ভেতরে কাজ করছে। আমাদের তথ্য অনুসন্ধান সংশ্লিষ্টরা আলামত সংগ্রহের কাজ করছে। অমরা এ ঘ নাশকতার উৎস খুঁজে বের করার চেষ্টা করছি। 
 
এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর