• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বাজার তদারকি করবে খাদ্য অধিদফতরের ৪ টিম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪  

চালের মূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে বাজার তদারকি ও ঢাকা মহানগরের চলমান ওএমএস কার্যক্রম পরিদর্শন করবে খাদ্য অধিদফতর। খাদ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালকদের সমন্বয়ে ৪টি ভিজিলেন্স টিম গঠন করে মঙ্গলবার এক আদেশ জারি করেছে খাদ্য অধিদফতর। খাদ্য অধিদফতরের পরিচালক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিদিন একটি টিম নির্ধারিত দিবসে অতিরিক্ত মহাপরিচালক, খাদ্য অধিদফতরের পরামর্শ মোতাবেক কমপক্ষে ৪টি ওএমএস বিক্রয়কেন্দ্র (দোকান ও ট্রাকসহ) এবং ২টি বাজার পরিদর্শন করবে। নির্ধারিত ছক মোতাবেক পরিদর্শন প্রতিবেদন পরবর্তী কর্মদিবসের মধ্যেই মহাপরিচালক খাদ্য অধিদফতর বরাবর দাখিল করতে হবে। প্রতিটি টিমের সমন্বয়কারীরা মাঝে মাঝে মহাপরিচালক, খাদ্য অধিদফতর এর অনুমতিক্রমে ভিজিলেন্স টিমের সঙ্গে পরিদর্শনে অংশগ্রহণ করবে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশিত জরুরি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে। দেশের জনগণকে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদানে বর্তমানে ঢাকা মহানগরীসহ সব সিটি কর্পোরেশন এবং বিভাগীয় ও জেলা শহরে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর