• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইউনেস্কোর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪  

বাংলাদেশে মানসম্মত শিক্ষা, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষাদান, গবেষণা ও সংস্কৃতির লালন ও ধারণে ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আজ ঢাকায় নিযুক্ত ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিজ সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেছেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন। তিনি গবেষণা কার্যক্রমে সরকারের সাথে কাজ করার আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জোবাইদা মান্নান, সিনিয়র প্রোগ্রাম অফিসার তাজ উদ্দিন, ইউনেস্কোর শিক্ষা বিভাগের প্রধান ড. হুহুয়া ফান এ সময় উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর