• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং : শাহরিয়ার আলম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪  

সরকারি দলের সদস্য সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেছেন, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা চ্যালেঞ্জিং ছিল। তিনি আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বলেন,‘বর্তমান সংসদ নির্বাচন অতীতের যে কোনো সময়ের তুলনায় খুবই অন্তর্ভুক্তিমূলক এবং চ্যালেঞ্জিং ছিল।’ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আজ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন। জাতীয় সংসদের সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন সমর্থন করেন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৩ শতাংশের বেশি এবং বিশেষ করে রাজশাহী অঞ্চলে তা ৫১ শতাংশের কম ছিল না বলে জানান শাহরিয়ার আলম। আলোচনায় অংশ নিয়ে কল্যাণ পার্টির সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।’ তিনি বলেন, রাষ্ট্রপতি তার ১৩০ পৃষ্ঠার ভাষণে দেশের সুশাসন, দক্ষ যুব বাহিনীর উন্নয়ন, স্থানীয় সরকার, ক্ষুদ্র আদিবাসীদের উন্নয়ন এবং দেশের প্রতিরক্ষার কথা তুলে ধরেছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার দরিদ্র ও প্রতিবন্ধীসহ সকল মানুষকে উন্নয়ন কর্মসূচীর আওতায় আনার জন্য কাজ করছে যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে দেশকে গড়ে তুলতে সহায়ক হবে বলে আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা উল্লেখ করেন। এছাড়া আলোচনায় অংশ নেন সরকারি দলের সংসদ সদস্য সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মইন উদ্দিন, আবুল কালাম আজাদ, মোস্তাক আহমেদ রুহী ও মাইনুল হোসান খান নিখিল। সংসদ সদস্যরা শিক্ষা, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, অর্থনীতি ও খাদ্য উৎপাদন খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন। এর আগে তারা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের জন্য তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর