• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করতে পরিজা’র ২৭ সদস্যের কমিটি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে ঢাকাসহ সারাদেশে কাজ করবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা)। এ লক্ষ্যে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির গঠন করেছে পরিবেশবাদী সংগঠনটি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
 
সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. আবদুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জলের সঞ্চালনায় সভায় কমিটি চূড়ান্তকরণ, সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
পরিজার সভাপতি পরিবেশ অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আব্দুস সোবহান বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ আশঙ্কাজনক হওয়ায় নতুনভাবে কাজ করতে চাই। পরিবেশ ও  জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করে দেশের পরিবেশ অনুকূলে রাখাতে হবে। এসব লক্ষ্য নিয়েই আগামীতে কাজ করবে পরিজা।
 
সভায় বিভিন্ন কর্মসূচী ঘোষণার পাশাপাশি বিভিন্ন বিষয় তুলে ধরেন সদস্যরা।
 
সাধারণ সভায় উপস্থিত ছিলেন- লালমাটিয়া সোসাইটি হাউজিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকমল হোসেন, ক্যামেলিয়া চৌধুরী, আমির হাসান, নাজনিন পাপ্পু, সানজিদা জাহান আশরাফি, মো. সেলিম, হোসনে আরা বেগম রাফেজা, অ্যাডভেকেট তানইয়া নাহার, মো. ইব্রাহিম, শাকিল আহমেদ, অপূর্ব দাশ, কাজল আব্দুল্লাহসহ ২২ জন সদস্য।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর