• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

রোগীদের বিড়ম্বনা এড়ানোই লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

চিকিৎসা নিতে গিয়ে রোগীদের যেনো বিড়ম্বনায় পড়তে না হয় সে লক্ষ্যেই নিজের কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সোমবার টাঙ্গাইলে মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের নার্সিং ইন্সটিটিউট পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা নিতে এসে মানুষের যাতে বিড়ম্বনায় পড়তে না হয়, সে লক্ষ্যে আমি কাজ করবো। আমি আপনাদের সকল প্রশ্নগুলো জানি। সুতরাং আমি একদিনে সব পারবো না। ‘একটু কাজ করি, ছয় মাস যাক। তারপর আপনারা কথা বলবেন। এরই মধ্যে আমি সকলকে কড়া নির্দেশ দিয়েছি,’ বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবে মাত্র কাজ শুরু করলাম। আমার একার পক্ষেও এসব সম্ভব না। এ সময় তিনি চিকিৎসা ব্যবস্থা সারাদেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে নিজের উদ্যোগের কথাও তুলে ধরেন। বলেন, আমি যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো স্বাবলম্বী করতে পারি, তাহলে রোগীগুলো ঢাকা ও চট্টগ্রামসহ বড় বড় শহরে গিয়ে ভিড় করবে না। তাতে পরিবেশ ভালো হবে। সাধারণ মানুষ গ্রামে বসে চিকিৎসা পাবে। গ্রামে চিকিৎসকরা থাকতে চায় না- এই প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামে চিকিৎসক থাকতে চায় না। কেন চায় না। সে বিষয়টি আমাকে দেখতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে। এদিন সামন্ত লাল সেন কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং কলেজ, কুমুদিনী মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট, ভারতেশ্বরী হোমস ও দক্ষতা উন্নয়ন প্রকল্প গুলোসহ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন। পরে কুমুদিনী নার্সিং কলেজের নবাগত শিক্ষার্থীদের ‘শিরাবরণ’ অনুষ্ঠানে যোগ দেন এবং ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর