• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

২০টি বন্ধ, ৮টিকে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

সারা দেশে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনুমোদন না থাকায় ২০টিকে বন্ধ, ৮টিকে জরিমানা এবং ৭টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে রাজধানীর হাসপাতালকেন্দ্রিক গড়ে ওঠা দালালচক্র নির্মূলে অভিযানে নেমে র‌্যাব শেরেবাংলা নগর এলাকার চারটি হাসপাতাল থেকে ৪২ দালালকে আটক করেছে। র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ জানান, র‌্যাব দেশজুড়ে অনিয়ম রোধে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বুধবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শিশু হাসপাতালে র‌্যাব-২ এর পক্ষ থেকে অভিযান চালানো হয়। আমরা জানতে পেরেছি, রোগীরা যখন হাসপাতালে প্রবেশ করেন তখন দালালরা তাদের টার্গেট করে এবং পিছু নেয়। এরপর রোগীদের বোঝানো হয়, এখানে ভালো চিকিৎসক নেই, চিকিৎসা নেই। এসব বলে তাদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান বলেন, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০টি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করে তিনটি বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- মোহাম্মদপুর ইকবাল রোডের কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক, শ্যামলী এলাকার ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল, উত্তরা হাইকেয়ার নিউরো ও কার্ডিয়াক হাসপাতাল। এগুলোর লাইসেন্স না থাকা ও সেবার মান সন্তোষজনক না হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে। ডা. মঈনুল জানান, শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালকে শুধু তথ্য কর্মকর্তার নাম ও ছবি টানাতে বলা হয়েছে। কালার কোডেড বিন সঠিক না থাকায় ইসলাম ডায়াগনস্টিক সেন্টারকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে শ্যামলী হাইকেয়ার অর্থোপেডিক্স ও জেনারেল হাসপাতালকে শোকজ করা হয়েছে। এছাড়াও শ্যামলী এলাকার এসবিএফ কিডনি কেয়ার সেন্টারে ফুল টাইম কিডনি কনসালট্যান্ট না থাকায় তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন দল লুবানা হাসপাতাল, উত্তরা ল্যাব এইড ডায়াগনস্টিক, উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারও পরিদর্শন করে। তবে তাদের সবকিছু ঠিকঠাক পাওয়া যায়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর