• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমীর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪  

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন কাতারের বর্তমান আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি। দুই দিনের সফরে সোমবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন তিনি।
জানা গেছে, বিকেল ৫টায় একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এ সময় কাতারের আমীরকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

শেখ তামিম বিন হামাদ আল থানির এ সফরে বাংলাদেশ-কাতারের মধ্যে ১১টি চুক্তি ও সমঝোতা সই হবে।

মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমীরের বৈঠকের কথা রয়েছে। এ সময় চুক্তি ও সমঝোতাগুলো সই হবে। এরপর দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন শেখ তামিম বিন হামাদ আল থানি।

কাতারের আমীরের সম্মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুরের কালশীর বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটির নামকরণ করা হবে। মঙ্গলবার তিনি নিজেই এই পার্ক ও সড়ক উদ্বোধন করবেন। এদিন সন্ধ্যায় নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন কাতারের আমীর।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর