• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বই ও কলেজ পোশাক বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই ও কলেজ পোশাক বিতরণ করা হয়েছে

কলেজের উদ্যোগে ২৫ অক্টোবর বেলা ১১টায় শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।

কলেজ মিলনায়তনে বিনামূল্যে পাঠ্যবই ও কলেজ পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন আমেরিকান প্রবাসী মোসাদ্দেকুর রহমান মাসুম। এতে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ নূরজাহান বেগম লাকী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, প্রভাষক জুলফিকার মামুন, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক ফরিদ উদ্দিন, প্রভাষক পাবেল মিয়া প্রমুখ।

উল্লেখ্য, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ১৩৪ জনকে পাঠ্যবই ও ৩০০ জনকে কলেজ পোষাক বিতরণ করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর