• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

দেওয়ানগঞ্জের ডাংধরায় ৭ একর ৪২ শতাংশ খাস জমি উদ্ধার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে খাস জমি উদ্ধার অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান। ১৭ নভেম্বর দুপুর থেকে বিকেল প্রর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ, ডাংধরা ইউনিয়ন পরিষদের সচিব আসাদুজ্জামান ও সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকারের বিশেষ উদ্যোগ, মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে অবৈধ দখলমুক্ত করতে এ কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান।

ডাংধরা ইউনিয়নের কারখানা মৌজার ১ নম্বর খতিয়ানের আরএস দাগের ৭৩০৯, ৭৩১০, ৭৩১১, ৭৩১২ ও ৭৩৪৯ সর্বমোট ৭ একর ৪২ শতাংশ জমি উদ্ধার করে সরকারি দখলে নিয়ে সাইনবোর্ড সেটে দেওয়া হয় ।

একইদিন কাউনিয়ার চর বাজারের উত্তর পাশেও ৩ একর জমি উদ্ধার করা হয়। এর পূর্বে কাউনিয়ার চর নতুন পাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে মমিনুল ইসলাম ওরফে ফুলমিয়ার ২টি ড্রেজার মেশিনের পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, সরকারি খাস জমি উদ্ধার কার্যক্রম ও অবৈধ বালু উত্তোলনে ড্রেজার মেশিন উচ্ছেদ অভিযান পরিচালনা সারা উপজেলায় অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর