• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

প্রতিশ্রুতি ক্লাবের সহায়তায় জামালপুরে বিট পুলিশিং এর উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০  

মাদক, যৌন আক্রমণ, বাল্যবিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদসহ এলাকা থেকে সকল প্রকার অপরাধ নির্মূলের লক্ষ্যে জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নবগঠিত প্রতিশ্রুতি ক্লাবের সহায়তায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন। আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোহাব্বত কবীর, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আব্দুল জলিল, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক সুলতান আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিশ্রুতি ক্লাবের সামিউল হক।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, উপস্থিত যুব সমাজ যদি অঙ্গীকার করেন নিজেরা মাদকের সাথে, সন্ত্রাস-জঙ্গিবাদের সাথে, বাল্যবিয়েসহ কোন প্রকার অপরাধ কর্মকান্ডের সাথে যুক্ত হবো না তাহলেই সম্ভব শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রমকে সর্বাত্মক সহায়তা করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে প্রতিশ্রুতি ক্লাবের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রতিশ্রুতি ক্লাবের দিনব্যাপী কার্যক্রমের সকালে জাগরণীমূলক শোভাযাত্রা এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর