• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

জামালপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

‘সুস্থ দেহে, সুস্থ মন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি জামালপুর জিলা স্কুল মাঠে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জামালপুর জেলা শাখা এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হেলিম ফকিরের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, হকি, ক্রিকেট, ভলিবল, দড়িলাফসহ বিভিন্ন খেলায় বালক ও বালিকারা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ ছাড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মুস্তারী ইভা, জামালপুর অ্যাথলেটিকস উপ-কমিটির আহ্বায়ক ও মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ চন্দ্র পাল রানাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা অ্যাথলেটিকস উপ-কমিটির আহ্বায়ক সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর