• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থ বার্ষিকী সম্মেলন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২  

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে চতুর্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকলে সরিষাবাড়ী পৌরসভা চত্বরে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ আনিসুজ্জামান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ গাজীউল হক চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ ওয়াজেদ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জামালপুর জেলা শাখার সভাপতি এস এম আবু হানিফ সহ সরিষাবাড়ী উপজেলা শাখার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রথম পর্বের আলোচনা সভা শেষ করে দ্বিতীয় পর্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তোতার সভাপতিত্বে পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন কমিটির আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ গাজীউল হক চৌধুরী।

এ সময় সভাপতি পদে ২জন এবং সাধারণ সম্পাদক পদে ১জন প্রার্থীতা ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন ছাতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কলিম উদ্দিন এবং সভাপতি পদে দুজনকেই সমঝোতায় আসার সুযোগ দেওয়া হলেও তারা সমাঝোতায় আসতে ব্যর্থ হন। পরে সভায় সমবেত উপস্থিতিদের হাত তুলে সমর্থন করার মধ্যদিয়ে সভাপতি পদে নির্বাচিত হন পিংনা মেদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শেষাংশে নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সরিষাবাড়ী উপজেলা শাখা সদস্যরা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর