• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে সানশাইন একাডেমীর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জামালপুরের মাদারগঞ্জের প্রথম সারির প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, পুরুস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠান। 

শনিবার সানশাইন একাডেমির আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে দিনব্যাপী চলে অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন শেষে সেই সাথে সানশাইন প্রাথমিক শাখার ডিজিটাল স্মার্ট বোর্ডের শুভ উদ্বোধন করা হয়। এরপর চলে আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল। সানশাইন একাডেমি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব আজহারুল ইসলাম ডিটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক, পরিচালকের পক্ষে বক্তব্য রাখেন সানশাইন একাডেমী পরিচালনা পর্ষদের কো-চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু,সদস্য সচিব ফরিদুল ইসলাম,পরিচালক মাওলানা আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য সানশাইন একাডেমীর অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। এর আগে অতিথিদের ক্রেস্ট প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সানশাইন একাডেমীর শিক্ষার্থীরা গান,নৃত্য ও কৌতুক উপস্থাপনা করেন। এসময় সানশাইন একাডেমীর অন্যান্য পরিচালকসহ সকল শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর