• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চামড়া শিল্পকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব করতে হবে : পরিবেশমন্ত্রী বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশের এক অসাধারণ অর্জন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন দেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী গণিত আমাদের যুক্তিবাদী হতে শেখায় : এলজিআরডি প্রতিমন্ত্রী উচ্চশিক্ষার্থে নরওয়ে যাচ্ছেন চুয়েটের ৮ শিক্ষার্থী রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আগামীকাল ঈদ-উল-আযহায় কোরবানির পশুর কোন সংকট হবে না : প্রাণিসম্পদ মন্ত্রী

মাদারগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

জামালপুরের মাদারগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপিঠ মাদারগঞ্জ আফতাব হুদা জ্জোহা সরকারি কলেজ এর
বার্ষিক ক্রীড়া ও সাহিত্য – সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার অত্র কলেজের আয়োজনে কলেজ মাঠপ্রাঙ্গণে দিনব্যাপি চলে এ অনুষ্ঠান। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। এরপর চলে আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
মাদারগঞ্জ আফতাব হুদা জ্জোহা সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক,অত্র কলেজের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম রানা,মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান সোহেল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ,কলেজ ছাত্রলীগের সভাপতি এহছানুল হক আরজু ও সাধারণ সম্পাদক আজিজুল বারী আজম প্রমুখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মাদারগঞ্জ আফতাব হুদা জ্জোহা সরকারি কলেজ এর অন্যান্য শিক্ষক মণ্ডলীগণ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর