• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে এমপির সেক্রেটারি পরিচয়ে প্রধান শিক্ষকের কাছে প্রতারণা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

জামালপুর – ৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপির সেক্রেটারি পরিচয় দিয়ে হজ্জে পাঠানোর নামে বিকাশে টাকা দাবি করা হয়েছে এক প্রধান শিক্ষককের কাছে। মঙ্গলবার রাতে এই বিষয়ে ভোক্তভোগী প্রধান শিক্ষক বাদী হয়ে মাাদারগঞ্জ মডেল থানায় একটি থানায় ডায়রি ( জিডি) করেছেন । জিডি সুত্রে জানা যায়,পৌর শহরের মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমু’র মুঠোফোনে ০১৭৫৩৭০৯৬৫২ নম্বর থেকে মঙ্গলবার সকাল ১০.১১ মিনিটে কল করা হয়। প্রতারক নিজেকে জামালপুর – আসনের সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজমের সেক্রেটারি নাদিম মোস্তফা বলে পরিচয় দেন। এসময় প্রতারক ওই প্রধান শিক্ষককে তার বিদ্যালয়ের মৌলভী শিক্ষকের জন্য ফ্রি হজ্জের ব্যবস্থা করা হয়েছে বলে জানান। ভিসা প্রসেসিং এর জন্য তার কাছে বিকাশের মাধ্যমে ৭,০০০ টাকা দিতে বলেন। বিষয়টি ওই প্রধান শিক্ষকের সন্দেহ হলে তিনি কল কেটে দেন। পরে বিষয়টি সংসদ সদস্য মির্জা আজমকে অবহিত করলে তিনি বিষয়টি ভিত্তিহীন ও প্রতারণা বলে ওই প্রধান শিক্ষককে জানান। সেই সাথে থানায় একটি সাধারণ ডায়রি করতে বলেন। এ বিষয়ে প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমু বলেন,সকাল ১০.১১ মিনিটে মির্জা আজম এমপির সেক্রেটারি নাদিম মোস্তফা পরিচয় দিয়ে আমার বিদ্যালয়ের মৌলভি শিক্ষককে ফ্রি হজ্জে পাঠানোর কথা বলে ভিসা প্রসেসিং এর জন্য ৭,০০০ টাকা দাবি করে। পরে বিষয়টি সন্দেহজনক ও প্রতারণা মনে হলে থানায় সাধারণ ডায়রি করি। এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম বলেন,ফ্রি হজ্জে পাঠানোর কথা বলে ভিসা প্রসেসিং এর নামে অর্থ চাওয়ার বিষয়টি একটি মোবাইল প্রতারণা। ভোক্তভোগী প্রধান শিক্ষক আমাকে অবহিত করলে আমি থানা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলি। এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করে মোবাইল প্রতারণা নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মোবাইল নাম্বারটি কে ব্যবহার করছেন তা জানার চেষ্টা চলছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর