• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী চামড়া শিল্পকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব করতে হবে : পরিবেশমন্ত্রী বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশের এক অসাধারণ অর্জন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন দেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী গণিত আমাদের যুক্তিবাদী হতে শেখায় : এলজিআরডি প্রতিমন্ত্রী উচ্চশিক্ষার্থে নরওয়ে যাচ্ছেন চুয়েটের ৮ শিক্ষার্থী রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আগামীকাল

মাইক্রোবাসের দরজায় ঝুলছিল দড়ি, পিকনিকের ছাগলসহ ৭ কিশোর আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

জামালপুরের মাদারগঞ্জে ছাগল চুরি করে মাইক্রোবাস নিয়ে পালানোর সময় ৭ কিশোরকে আটক করেছে স্থানীয়রা। বুধবার বিকেলে ঐ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী টেপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- আসিফ, রফিক, মোরসালিন, তানভীর, তাহসিন, কাওসার ও তাজুল।

আটককৃতরা জানায়, পিকনিকের জন্য ছাগল চুরি করেছিল তারা। এমনকি দুটি ছাগলের জন্য মাইক্রোবাসও ভাড়া করেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর দুটি ছাগল নিয়ে মাইক্রোবাসে পালাচ্ছিল সাত কিশোর। ঐ সময় মাইক্রোবাসের দরজার সঙ্গে দড়ি ঝুলে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে মাইক্রোবাসটি ধরার চেষ্টা করে। টেপুর মোড় এলাকার লোকজনকে ফোন করে মাইক্রোবাসটি আটক করে ভেতরে দুটি ছাগল দেখতে পায়। পরে মাইক্রোবাসসহ কিশোরদের পুলিশে সোপর্দ করা হয়।

মাদারগঞ্জ সার্কেলের এএসপি সজল কুমার সরকার বলেন, আটককৃতরা থানায় রয়েছে। বাদী অভিযোগ করলে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। আটককৃতদের সবার বয়স ১৬ বছরের কম। ছাগল নিয়ে তারা পিকনিক করতে যাচ্ছিল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর