• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের লাশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

জামালপুরের দেওয়ানগঞ্জে মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গামারিয়া গ্রামে ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে দেওয়ানগঞ্জ মডেল থানা  পুলিশ। 

জানা যায় নিয়ত যুবকের নাম ফেরদৌস। তিনি উপজেলা সদর ইউনিয়নের গ্রামারিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। 
তিনি গত রোববার রাতে নিখোঁজ হন। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গামারিয়া গ্রামের মারুফ নামে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভূট্রাক্ষেতে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি লাশ দেখতে পায়। 
লাশটির দেহ মাটিতে পোতা ছিল কিন্তু লাশটির হাত মাটির ওপরে ছিল। মারুফ বিষয়টি বাড়িতে ফিরে লোকজনের কাছে জানালে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল থেকে  মাটি খুঁড়ে লাশ উদ্ধারের পর পরিচয় পান। 

নিহত ফেরদৌসের স্ত্রী নাজমা বেগম জানান, গ্রামের কারও সঙ্গে তার স্বামীর কোন বিবাদ ছিল না তাঁকে তাঁর দ্বিতীয় স্ত্রী মিষ্টি খুন করেছে বলে তিনি অভিযোগ করেন। 

সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান খান জানান, ফেরদৌসের সঙ্গে কিছুদিন আগে দ্বিতীয়  স্ত্রী মিষ্টি আক্তারের বিবাহ বিচ্ছেদ হয়। এ কারণে মিষ্টির সঙ্গে ফেরদৌসের বিবাদের সৃষ্টি হয়। এ ব্যাপারে থানায় জিডি করা আছে।এ কারণে পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য মিষ্টি আকতারকে আটক করে। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্রধর জানান, লাশটি মাটিতে পোঁতা অবস্থায় ছিল। (আজ) বুধবার লাশটি ময়লা তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের তালাকপ্রাপ্তা  স্ত্রী মিষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মিষ্টি উপজেলার  উত্তর গামারিয়ার মুর্শেদ কর্মকারের মেয়ে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর