• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে ৪৪ বছর পর কৃষি বিভাগের জমি উদ্ধার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ জুন ২০২৩  

দীর্ঘ ৪৪ বছর পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে বেদখল হয়ে যাওয়া ১০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম জানান, মাদারগঞ্জ পৌর এলাকার ক্ষুদ্র জোনাইল মৌজার মিয়া বাজারের নিকট কৃষি সম্প্রসারণের পাট উৎপাদন অফিসের জন্য জনৈক ইসমাইল হোসেনের নিকট থেকে দলিল মূলে ১৯৭৯ সালে জমি ক্রয় করে। কিন্তু জমিটি নিজ দখলে রেখে দেন তিনি। দীর্ঘ ৪৪ বছর পর মাদারগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামের নেতৃত্বে একদল কর্মকর্তা ১১ জুন জমিটি উদ্ধার করে সীমানা পিলার স্থাপন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি বাজারেরর ৩৭ শতাংশ জমিসহ আরও ১৭ শতাংশের কয়েক কোটি টাকার জমি বেদখল হয়ে আছে সেগুলো পর্যায় ক্রমে উদ্ধার করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর