• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে কৃষি পুর্বাভাস ভিত্তিক প্রস্তুতি প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ জুন ২০২৩  

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০,২১ জুন দুই দিন ব্যাপি কৃষি ভিত্তিক পূবার্বভাসের প্রেক্ষিতে আগাম কার্যক্রম গ্রহণে স্থানীয় সেবা প্রদানকারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সুফল ২ প্রকল্প মাদারগঞ্জ উপজেলায় বিশেষ প্রশিক্ষণের আযোজন করে। সরকারের কৃষি মৎস্য ও প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণ চলা কালিন যে সকল কর্মকর্তারা গণ উপস্থিত ছিলেন তারা হলেন জাকিয়া সুলতানা উপ-পরিচালক কৃষি সম্পসারণ অধিদপ্তর জামালপুর, মো, শাহাদুল ইসলাম কৃষি অফিসার মাদারগঞ্জ,তাহামিনা খাতুন মৎস্য অফিসার মাদারগঞ্জ এবং ড সরদার আমানুল্লাহ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিএল আর আই সভার ঢাকা। ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন এন্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন(ইকো)এর অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশ-এর নেতৃত্তে স্কেলিং-আপ ফ্লাড ফোরকাস্ট-বেসড অ্যাকশন এন্ড লানিং ইন বাংলাদেশ(সুফল ২) প্রকল্পটি ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)এর মাধ্যমে জামালপুর জেলার মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর