• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

সরিষাবাড়ীতে আরো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আরো এক ব্যক্তি প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সরিষাবাড়ী পৌরসভার ধানাটা গ্রামে। গতকাল ২৯ এপ্রিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে। এ পর্যন্ত সরিষাবাড়ী উপজেলায় মোট চারজন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলো।

 

সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজী রফিকুল হক জানান, গত ২৭ এপ্রিল উপজেলা হাসপাতাল থেকে করোনা ভাইরাস আছে সন্দেহে চারজনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৯ এপ্রিল আসা প্রতিবেদনে তাদের মধ্যে সরিষাবাড়ী পৌরসভার ধানাটা গ্রামের একজন পুরুষের করোনা পজেটিভ আসে। তার বয়স ৩৬ বছর। বাকি তিনজনের করোনা নেগেটিভ আসে। নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা হাসপাতাল সংলগ্ন মাস্টার ডায়াগনোস্টিকের মালিকের ছেলে।

 

তিনি আরো জানান, খবর পেয়ে রাতেই পৌর এলাকার ধানাটা গ্রামের নতুন আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি ও মাস্টার ডায়াগনোস্টিক সেন্টারটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে জামালপুর সদর হাসপাতালের স্বতন্ত্র করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি ও মাস্টার ডায়াগনোস্টিক সেন্টারটি লকডাউন করা হয়েছে। ওই সেন্টারে কর্মরত সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর