• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে মৃত পুলিশ সদস্যকে মেলান্দহে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ মে ২০২০  

ঢাকায় বিমান বন্দর এলাকায় কর্মরত অবস্থায় প্রাণঘাতি নভেল করেনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল আশিক মাহমুদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

 

৩০ এপ্রিল বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া কেন্দ্রীয় গোরস্থানে জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বার তাকে গার্ড অব অনার প্রদান করেন। 

 

পরে সন্ধ্যা ৭টায় আইইডিসিআরের নিয়ম অনুযায়ী মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খানসহ পুলিশের ৫ সদস্য তাকে দাফন করে। 

 

ঢাকা বিমান বন্দর এলাকায় কর্মরত অবস্থায় ট্রাফিকের কনস্টেবল আশিক মাহমুদ করোনায় আক্রান্ত হন। তাকে রাজারবাগ পুলিশ হাপাতালে ভর্তি হলে চিকিৎসধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। 

 

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আশিকুর রহমান, স্ত্রী ও ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 

আশিকের পরিবারের সদস্যরা বলেন, রাষ্ট্রিয় কাজে কর্মরত থেকে জনগণের সেবা করতে গিয়ে আশিকের মৃত্যু হয়েছে। সরকার তাদের পরিবারের জন্য সহযোগিতা করবেন বলে প্রত্যাশা তাদের। 

 

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, “আশিক জনগণের খেদমত করতে গিয়ে জীবন দিয়েছেন। জামালপুর জেলা পুলিশ আজীবন তাদের পাশে থাকবে। আমরাই তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবো। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর