• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

সরিষাবাড়ীতে শিক্ষকের বাসায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক শিক্ষকের বাসায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া বাসায় লোকজন না থাকায় ছয় ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র চুরি হয়েছে।

দিনে-দুপুরে এমন দুর্ধর্ষ চুরি হওয়ার ঘটনায় এলাকার জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

২২ জুলাই দিনের বেলায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনজুরুল ইসলামের বাসায় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বলেন, শিক্ষক মনজুরুল ইসলাম গত তিনদিন আগে বাসায় তালা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ২২ জুলাই সন্ধায় শ্বশুর বাড়ি থেকে বাসায় ফিরে আসেন। এ সময় বাসার দরজার তালা ভাঙা দেখতে পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন তিনি। পরে আলমিরার লকারের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন আসবাবপত্র চুরির ঘটনা দেখে পুলিশকে খবর দেন শিক্ষক মনজুরুল ইসলাম।

শিক্ষক মনজুরুল ইসলাম বলেন, বাসায় তালা দিয়ে শ্বশুর বাড়িতে স্বপরিবার বেড়াতে যাই। এসে দেখি ঘরের তালা ভেঙে ৬ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এ ভাবে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা কই।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া মালামাল পুনরুদ্ধারের চেষ্টা ও চুরির সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর