• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্ত করলেন আবুল কালাম আজাদ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩  

জামালপুরের বকশীগঞ্জে ২০২৩-২০২৪ অর্থবছরে মৎস্য সপ্তাহ অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় নির্বাচিত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

১৬ আগস্ট সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সরকারি পুকুরে প্রধান অতিথি থেকে পোনা মাছ অবমুক্ত করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

পোনা মাছ অবমুক্তকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক খালিকুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এমপির এপিএস মোস্তাফিজুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা সরকারি পুকুরে ৫০ কেজিসহ বিভিন্ন বিল ও পুকুরে ২৬৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর