• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩  

জামালপুরের বকশীগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি গঠনের লক্ষে বর্ধিত সভা ২৬ আগস্ট বিকালে অনুষ্ঠিত হয়েছে। বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব।

বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসেমের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবদুল মুন্নাফ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লাকপতি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, প্রচার সম্পাদক রবিজল হক টান্ডু, সহ প্রচার সম্পাদক ফজলুর রহমান নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহীনুল বারী মজনু, সদস্য আতিক মিয়া, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক জুয়নুল তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লু, ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ প্রমুখ।

বর্ধিত সভায় বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে দলীয় নেতা কর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সমন্বয়ে কেন্দ্র কমিটি গঠন কিভাবে হবে তা নিয়ে আলোচনা করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর