• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩  

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।

৩১ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সহসভাপতি আব্দুর রাজ্জাক মাহমুদ, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক মতিন রহমান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, সাংবাদিক ছালাম মাহমুদ, রায়হান হোসেন, ইমরান আকন্দ প্রমুখ।

মতবিনিময় সভায় এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন, সিনিয়র সাংবাদিক এইচএম মুছা আলী, সাংবাদিক মাসুদ উল হাসান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, সরকার আকতার হোসেন, শাহনাজ পারভীন, মোহাম্মদ আসাদ, মারুফ হাসান ও ইয়াসির আরাফাত সহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আত্মহত্যা প্রবণতা রোধে কার্যকর ভূমিকা রাখা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং জোরদার করা, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কমাতে অভিযান পরিচালনা করা, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি, উপজেলার মান সম্মত শিক্ষার উন্নয়ন, শহরের যানজট নিরসন, ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করতে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া, লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন করা, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ও বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূর করতে ভূমিকা রাখা, নিলাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সৃষ্ট সমস্যা সমাধান করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর