• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

নৌকাবাইচ নিয়ে দু’পক্ষের মারামারি, ভিডিও ভাইরাল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

জামালপুরের মেলান্দহে নৌকা বাইচ প্রতিযোগিতা নিয়ে মারামারির ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে। দুই নৌকার মাঝি ও কর্মী সমর্থকদের মাঝে মারামারির ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। 
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল‌ ৫ টার দিকে উপজেলার শ্যামপুর ইউপির শ্যামপুর ব্রহ্মপুত্র নদের আমড়ীতলা এলাকায় এ সংঘর্ষ ঘটে। 

আহতদেন মধ্যে ইসলামপুরের নৌকা তুফানের মাঝি মো. সাইদ, হাসান আলী, বরকত উল্লাহ, মেলান্দহের ঝাউগড়া ইউপির সোনার তরী নৌকার খলিল ও ফরিদ।

এদিকে দুই নৌকার মাঝিদের মধ্যে মারামারির ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় নৌকার মাঝি ছাড়াও সমর্থকরা এ মারামারিতে অংশ নেন।

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর থেকে উপজেলার শ্যামপুরে আমড়ীতলা ঘাটে নৌকাবাইচ শুরু হয়। শুক্রবার প্রতিযোগিতার ফাইনাল ছিল নৌকা বাইচ প্রতিযোগিতা। ইসলামপুর উপজেলার তুফান ও মেলান্দহের ঝাউগড়া ইউপির সোনারতরী দুই নৌকা একসঙ্গে প্রতিযোগিতা শুরু করে। দুই নৌকা খুব কাছাকাছি দিয়েই এগিয়ে চলছিল। এ সময় ইসলামপুরের তুফান নৌকা এগিয়ে গেলে পেছন থেকে ঝাউগড়ার সোনার তরী নৌকার মাঝিরা তুফান নৌকাকে টেনে ধরেন। এরপরেই নৌকায় দুই পক্ষের মাঝি-মাল্লাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৫ জন আহত হয়েছেন।

নৌকা বাইচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল বলেন, তুফান ও সোনারতরীর দুই নৌকা খুব কাছাকাছি দিয়ে যাচ্ছিল। এ সময় দুই নৌকার সঙ্গে নৌকা ঘষা লাগে। এটা নিয়েই গন্ডগোল হয়েছে। এ ঘটনায় খেলা স্থগিত করা হয়েছে।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, নৌকা বাইচের সময় নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষের চেষ্টা করা হয়। ঘটনাস্থলে পুলিশ থাকায় সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর