• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

মা-মেয়েকে ১০ বার মারধর-নির্যাতন, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩  

জামালপুরের মেলান্দহে ছেলে ও তার বউয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন পিয়ারা বেগম নামে এক বৃদ্ধ মা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের সূর্যনগর এলাকায় নিজ বাড়িতে পিয়ারা বেগম ও তার প্রতিবন্ধী মেয়ে বুলবুলি বেগমকে ছেলে শাহিদুল ইসলাম ও তার স্ত্রী পারভীন আক্তার মারধর করেন। পুলিশ বলছে, নির্যাতিতা পিয়ারা বেগম নামের এক বৃদ্ধা অভিযোগ দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় ওই দিন বিকেলে বৃদ্ধ মা পিয়ারা বেগম তার ছেলে শাহিদুল ও ছেলের বউ পারভীনের নামে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দেন। খোঁজ খবর নিয়ে জানা যায়, উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ঝাউগড়া সূর্যনগর এলাকার মৃত সালাম আকন্দের স্ত্রী পিয়ারা বেগম। সালাম আকন্দ ১৯৮৮ সালে অসুস্থ হয়ে মারা যান। তার এক ছেলে শাহিদুল এবং দুই মেয়ে শাহানা ও প্রতিবন্ধী মেয়ে বুলবুলিকে অন্যের বাড়িতে কাজ করে পিয়ারা বেগম মানুষ করেন। মেয়ে শাহানাকে বিয়ে দিয়েছেন। তবে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তার ছোট মেয়ে বুলবুলির বিয়ে হয়নি। পিয়ারা বেগম বলেন, আমাকে ও প্রতিবন্ধী মেয়ে বুলবুলিকে কোনো কিছু হলেই আমার ছেলে শাহিদুল ও তার বউ পারভীন মারধর করেন। এর আগেও ১০ বার মারছে। আজ সহ্য না করতে পেয়ে থানায় গিয়েছিলাম। বৃহস্পতিবার সকালে মানুষের বাড়ি থেকে কাজ করে বাড়িতে এসেছি। এ সময় আমাকে গালিগালাজ শুরু করেন। পরে প্রতিবন্ধী মেয়েটা বলেছে, গালাগালি না করতে। এ কথার পরই মেয়েকে ঘুষি মেরে চুল ধরে ঘর থেকে বের করেন। পরে আমাকেও মারধর করে বাড়ি থেকে বের করে দেন। হেঁটে অনেকক্ষণ আসছি, গাড়িওলারা গাড়িতে তুলতে চান না। তারপর ১০ টাকা গাড়ি ভাড়া দিয়ে থানায় এসেছি। সূর্যনগর এলাকার বুলবুল নামে একজন বলেন, কোনো কিছু হলে প্রতিবন্ধী মেয়ে ও পিয়ারা বেগমকে মারধর ও নির্যাতন করেন। ছেলেটাকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছেন পিয়ারা। ছেলে তার মাকে অনেক আগে থেকেই কোনো খরচাপাতি দেন না। আমরা এলাকার লোকজন বসেছিলাম তবুও তার ছেলে কোনো কিছু মানেন না। এ বিষয়ে মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, পিয়ারা বেগম নামে এক নারী ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর