• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে জামালপুরে বাজার মনিটরিং

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে জেলা প্রশাসন, জামালপুর এর নির্দেশে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। 

রবিবার (১০ ডিসেম্বর) জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল হালদারের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি কম হওয়ায় দেশীয় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম বেড়েছে।

বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল হালদার বলেন, পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যারা অসাধুভাবে পেঁয়াজের দাম বাড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা আমদানির ব্যবস্থা করছি। এছাড়াও, দেশীয় উৎপাদন বাড়াতে কৃষি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পুলিশ প্রশাসন এবং কৃষি বিভাগের যৌথ উদ্যোগে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোছাঃ আসমা আক্তার; সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর; সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, জামালপুর এবং পুলিশ সদস্যবৃন্দ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর