• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

ইসলামপুরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ জুন ২০২০  

জামালপুরের ইসলামপুরে কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি হয়েছে। যমুনার পানি বাহাদুরপুর ঘাট পয়েন্টে বিপদ সীমার ২ সেঃ মিটার উপর দিয়ে প্রভাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিল হয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষ।

 

জানা গেছে, গত দুই দিন ধরে দ্রুত গতিতে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগাম বন্যার পদ ধ্বনি দেখা যাচ্ছে। নিম্নাঞ্চলের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। করোনাভাইরাসের প্রভাব মোকাবেলা করা যখন মানুষ হিমশিম খাচ্ছে ঠিক তখন নতুন করে বন্যা দেখা দেওয়ায় মোকাবেলা করবেন তা দুশ্চিন্তায় রয়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

 

নদ-নদী গুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিন চিনাডুলী, দেওয়ানপাড়া ডেপরাইপ্যাচ, শিংভাঙ্গা, বামনা, সাপধরী ইউনিয়নের আকন্দপাড়া, চেঙ্গানীয়া,বেলগাছা ইউনিয়নের কাছিমারচর,দেলীরপাড়.গুঠাইলেরর শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়া ও আগাম বন্যার বিষয়টি আমরা পযবেক্ষন করছি। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সবাইকে নিয়ে বন্যা মোকাবেলায় কাজ করা হবে। এছাড়াও ইউপি চেয়ারম্যানদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর