• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক কারাগারে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪  

জামালপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচার কেন্দ্র ভাঙচুর, সমর্থকদের ছুরিকাঘাতে আহত করার মামলায় স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থককে কারাগারে প্রেরণ করেছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 
মামলা সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৫ সদর আসনের কৈডুলা শাহবাজপুরে গত ২৭ ডিসেম্বর দুপুরে নৌকা প্রতীকের স্থানীয় একটি নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাঙচুর ও ৬ জন সমর্থককে ছুরিকাঘাতে আহত করে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকরা। পরে ওই ঘটনায় আহত যুবলীগ নেতা জাকির হোসেন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনকে আসামী করে গত ২৮ ডিসেম্বর জামালপুর থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলায় হাজিরা দিতে গেলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থক জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ ৮ জন সমর্থককে কারাগারে প্রেরণের নির্দেশ দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ। কারাগারে পাঠানো অন্যান্য আসামীরা হলো একই এলাকার মীর সাইফুল, আক্তার হোসেন, আব্দুস সাত্তার, আবু সাইদ, মীর খলিল, নাইম, মীর সাব্বির। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আমানউল্লাহ আকাশ এবং বিদাদী পক্ষে অ্যাডভোকেট আব্দুস সালাম। 
 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর