• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

জামালপুরে জাতীয় বীমা দিবস উদযাপিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ মার্চ ২০২৪  

‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। 

শুক্রবার সকালে শহরের বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা প্রশাসন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী, জামালপুর মেট লাইফের ব্রাঞ্চ ম্যানেজার আইরিন পারভীন লিপি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার আজিজুল হক, জীবন বীমা কর্পোরেশন জামালপুরের ব্রাঞ্চ ম্যানেজার মো: বিলাল উদ্দিন মন্ডলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বীমা কোম্পানিগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে নিবিড়ভাবে অবদান রেখে যাচ্ছে। নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষা ও ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকলকে বীমা করার আহবান জানান বক্তারা। 
 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর