• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিট পুলিশিং কার্যক্রম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সামাজিক অপরাধ দমন, ছোট ছোট সমস্যা সহজে সমাধান করা ও পুলিশিং সেবা জনগণের দৌড়গোরায় পৌঁছে দেয়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। 

 

পুলিশের আইজিপির নির্দেশনায় জেলা পুলিশের সহযোগিতায় এবং বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ১৩ জুলাই সোমবার বিকালে বাট্টাজোড় ইউনিয়নে ৩ নম্বর বিট হিসেবে কার্যক্রম শুরু করা হয়। 

 

বাট্টাজোড় ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সুফিয়ান। 

 

এতে প্রধান বক্তা ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। 

 

বকশীগঞ্জ থানার ওসির সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন বাট্টাজোড় বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবদুল আজিজ, বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাদের, সমাজসেবক মিজানুর রহমান তালুকদার, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রহিম প্রমুখ। 

 

পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হবে। পুলিশি সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যরাই মানুষের দুয়ারে দুয়ারে যাবে । এতে করে ভুক্তভোগীরা সহজেই তাদের সমস্যা সমাধানে পুলিশের সহযোগিতা পাবেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর