• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জ পৌরসভায় ভিজিএফের ১১ বস্তা চাল জব্দ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪  

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউন্সিলের মার্কেট থেকে প্রধানমন্ত্রীর ঈদের উপহার ভিজিএফ কর্মসূ‌চির ১১ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় বকশীগঞ্জ দক্ষিন বাজার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মোড়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর ইসলামের মার্কেটের গোডাউন থেকে সরকারের বিশেষ খাদ্যসহায়তা কর্মসূচি ভিজিএফের ১১ বস্তা চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।

এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ঈদুল ফিতর উপলক্ষে বকশীগঞ্জ পৌরসভার দ‌রিদ্রদের মাঝে সরকারের ভিজিএফের কর্মসূ‌চির চাল বিতরণ করা হচ্ছে।

এ প্রকল্পের চাল বকশীগঞ্জ পৌরসভার পাশে দক্ষিন বাজার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মোড়ে অবৈধভাবে চাল মজুদ করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে সেখানে অভিযান চালায় পু‌লিশ।

এ সময় ১১ বস্তায় ৩শ ৩০ কেজি ভিজিএফের চাল জব্দ করা হয়েছে।বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন,চালগু‌লো বকশীগঞ্জ থানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর