• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে পেঁয়াজের মূল্য বৃদ্ধি রুখতে বাজার মনিটরিংয়ে ইউএনও!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে পেঁয়াজের মূল্য বৃদ্ধি সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি রুখতে বাজার মনিটরিং করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি আ.স.ম.জামশেদ খোন্দকার পৌর শহরের কাঁচা বাজার, পেঁয়াজের বাজার সহ নিত্য পণ্যের বাজার পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে ইউএনও আ.স.ম.জামশেদ খোন্দকার ব্যবসায়ী , আড়ত মালিক ও দোকান মালিকদের সাথে পেঁয়াজের মূল্য নিয়ে কথা বলেন। তিনি এসময় হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের নাম করে যদি কোন অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বৃদ্ধি করে বা বিক্রি করেন  তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়াও ইউএনও আ.স.ম. জামশোদ খোন্দকার প্রত্যেক ক্রেতার নিকট ২ কেজি পর্যন্ত পেঁয়াজ বিক্রি এবং প্রত্যেক ব্যবসায়ী ক্রেতার কাছে পণ্য বিক্রির রশিদ বা ভাউচার সরবরাহর জন্য নির্দেশনা প্রদান করেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর