• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

হারুয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি  মর্যাদায় পালিত  হলো মহান বিজয় দিবস। 

 

আজ ১৬ই ডিসেম্বর সোমবার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী দুরন্ত স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সারাদিন ব্যাপী চলছে  বিভিন্ন খেলাধুলা, মনের মত সাজ, কবিতা আবৃত্তি, নৃত্য, গান, নাটিকা ইত্যাদি। এর আগে 

 

সকাল ৯টা ১৫মিনিটে হারুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হারুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জামাল, সহকারী শিক্ষক গন, আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তাফা, সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন আকন্দ, সমাজ সেবক আঃ রাজ্জাক মন্ডল সহ এলাকার গন্যমান্য ব্যক্তি গন, আরও উপস্থিত ছিলেন হারুয়াবাড়ী দুরন্ত স্পোর্টিং ক্লাবের সকল সদস্য বৃন্দ।এসময় শহীদদের উদ্দেশ্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়, শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, গান, কবিতা আবৃত্তি, অভিনয়, নাটিকা ইত্যাদি তে এলাকার ছেলে মেয়েরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। বিচারক মন্ডলী দ্বারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করা হয়। 

 

পরিশেষে বিজয় মাসে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়। পুরুস্কার বিতরণ কালে এলাকার ছাত্র /ছাত্রী, যুব সমাজ ও নেতৃবৃন্দ, তাদের বক্তব্যর মাধ্যমে হারুয়াবাড়ীতে উচ্চবিদ্যালয় স্থাপনের জন্য দাবী জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর