• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিএনপি শীর্ষ নেতৃত্বের সক্ষমতা প্রশ্নবিদ্ধ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতার দায় আসছে বিএনপির শীর্ষ নেতৃত্বের ওপর। দলটির নেতাকর্মীদের বড় একটি অংশের মধ্যে এখন দুটি বিষয় নিয়ে আলোচনা চলছে। প্রথমত, নির্বাচন বর্জনের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল? দ্বিতীয়ত, তারেক রহমান নেতৃত্ব দিতে কতটা সক্ষম ও দেশ-বিদেশে তার গ্রহণযোগ্যতা কতটুকু? কেননা তার প্রতি পশ্চিমা দেশগুলোর মনোভাব ইতিবাচক নয়। বিএনপি নেতাকর্মীরা জানান, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মিজানুর রহমান মিনু, নজরুল ইসলাম মঞ্জু, আরিফুল হক চৌধুরী, মজিবর রহমান সরোয়ারের মতো নেতারা এক সময় রাজধানীসহ দেশজুড়ে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। এখন যারা নেতৃত্বে আছেন- তাদের মধ্যে অনেকেই তারেক রহমানসহ শীর্ষ নেতাদের ‘পছন্দে’ দলীয় পদ পেয়েছেন। এদের সাংগঠনিক দক্ষতা, গ্রহণযোগ্যতা নিয়ে দলের ভেতরেই প্রশ্ন আছে। এসব অনভিজ্ঞ নেতার কারণেই বিএনপি ও অন্যান্য অঙ্গ-সংগঠনের দিনদিন অধঃপতন হচ্ছে। এ বিষয়ে বিএনপির নীতি-নির্ধারকরা বলেন, আন্দোলনে ব্যর্থতার আরেকটি কারণ নেতাকর্মীদের রাজনীতিবিমুখ মনোভাব। বিএনপি নেতাকর্মীদের একটি বড় অংশকে আন্দোলন-কর্মসূচিতে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। তাদের কারণে গত ১৫ বছরে বিএনপির অনেক উত্থান-পতন হয়েছে। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাও হতাশ হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা বলেন, বিএনপির ব্যর্থতার বড় কারণ নেতৃত্বের দুর্বলতা। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ও অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে সক্রিয় নেই। দলের আরেক প্রধান নেতা তারেক রহমানও দেশে নেই। এ দুই নেতার অনুপস্থিতিতে দলের জ্যেষ্ঠ নেতারা নেতৃত্বের দুর্বলতা কাটিয়ে তুলতে সক্ষম হননি। এ পরিস্থিতিতে বিএনপি-সমর্থক বুদ্ধিজীবী এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, দলের ভেতরের দুর্বলতাগুলো কাটিয়ে এবং বাইরের ঝুঁকিগুলো সামলে আগামী দিনে রাজনৈতিক সুযোগগুলো বিএনপি কতটা কাজে লাগাতে পারবে, তার ওপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর