• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় খানাখন্দে ভরা সড়ক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩  

চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরকারি কলেজ সড়ক বেহাল হয়ে পড়েছে। কাপ্তাই সড়ক থেকে কর্ণফুলী নদী পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের অধিকাংশ সড়কে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে। গত পাঁচ বছর যাবৎ মেরামত না হওয়ায় সড়কের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ভাঙা সড়কে চলাচলে স্কুল কলেজ-মাদ্রাসার ছাত্রছাত্রীসহ হাজার হাজার পথচারী চরম দুর্ভোগের শিকার হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 
জানা যায়, উপজেলার পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের রাঙ্গুনিয়া সরকারি কলেজ-রশিদিয়াপাড়ার প্রায় দেড় কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন পৌরসভা, মরিয়মনগর, শিলক, কোদালা ও পদুয়া ইউনিয়নের পঞ্চাশ হাজার মানুষ যাতায়াত করে। দোকানদার ফজলুল কাদের বলেন, কলেজ গেটের আরিফের দোকান, সৈয়দবাড়ি, রশিদিয়াপাড়া রাহাতিয়া নক্ বন্ধির মাজার, মালেক সওদাগর দোকান পর্যন্ত সড়কের অধিকাংশ জায়গায় ছোট-বড় অসংখ্য গর্ত। এসব গর্তে পড়ে চলাচলকারী অনেক যানবাহন বিকল হচ্ছে এবং অহরহ দুর্ঘটনা ঘটছে। রশিদিয়াপাড়ার বাসিন্দা নজরুল  বলেন, এই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করলেও সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, যানবাহন চালক, যাত্রী ও পথচারীদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। 
নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর বলেন, এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা-যাওয়া করে। বর্তমানে সড়কের অবস্থা কাহিল হয়ে পড়েছে। প্রায় অর্ধেক সড়কই ভাঙা। 
কাউন্সিলর ওমর তালুকদার বলেন, রাঙ্গুনিয়া কলেজ সড়কের অবস্থা বেশি খারাপ। যানবাহন ও মানুষের স্বাভাবিক চলাফেরা করা কষ্ট হচ্ছে। সড়কের নাজুক পরিস্থিতির বিষয়ে ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর