• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বন্ধ হচ্ছে মেসেঞ্জারের এই দরকারি ফিচার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩  

চ্যাটিং অ্যাপ হিসেবে দেশের বেশিরভাগ মানুষই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন। দেশের যে কোনো প্রান্তে মানুষের সঙ্গে কথা বলা যায় সহজেই। তবে এবার ফেসবুক মেসেঞ্জার থেকে একটি ফিচার সরিয়ে ফেলতে চলেছে মেটা।
২০১৬ সালে, মেটা অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এসএমএস ইন্টিগ্রেশন ফিচার চালু করে। এবার প্রায় সাত বছর পর অর্থাৎ ২০২৩ সালে, এই ফিচারটি বন্ধ করা হচ্ছে। অর্থাৎ খুব শিগগিরই বন্ধ হতে চলেছে ফেসবুক মেসেঞ্জার থেকে এসএমএস সাপোর্ট ফিচার।

এতদিন পর্যন্ত ফেসবুক মেসেঞ্জারেই ফোনের মেসেজ দেখা যেত। অর্থাৎ ফেসবুকে আসা মেসেজ আর ফোনের সিমে আসা মেসেজ একটা অ্যাপেই দেখা যেত। এই ফিচারটি চালু করার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠছিল। এর জন্য আর আলাদা আলাদা করে কোনো অ্যাপ ব্যবহার করতে হত না। এবার সেই ফিচারই বন্ধ করে দিতে চলেছে মেটা।

মেটা জানিয়েছে, অক্টোবরের পরে মেসেঞ্জারে এসএমএস দেখা যাবে না। বর্তমানে একই অ্যাপে ব্যবহারকারীরা ফেসবুকে মেসেজ এবং এসএমএসে আসা মেসেজ অ্যাপটিতে দেখতে পান। মেসেঞ্জারে এসএমএস বেগুনি রঙে এবং ফেসবুকে বন্ধুদের মেসেজ মেসেঞ্জারে নীল রঙে আসে। এবার সেই সুবিধাই বন্ধ হতে চলেছে।

যদি কোনও ব্যবহারকারী একটি নতুন ডিফল্ট মেসেজিং অ্যাপ বেছে না নেন, তাহলে এসএমএস অটোমেটিক গুগল মেসেজ অ্যাপে সেভ হয়ে যাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর