• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

‘আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সমান চোখে দেখা হয় না’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ মে ২০২৩  

তিন বাংলাদেশি ক্রিকেটার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ষোড়শ আসরে দল পেয়েছিলেন। এদের মাঝে সাকিব আল হাসান শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন। বাকি দুজনের মধ্যে দিল্লির হয়ে মুস্তাফিজুর রহমান দুই ম্যাচ আর কলকাতার হয়ে লিটন দাস মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পান।
মুস্তাফিজের পারফর্মেন্স বাজে হলেও লিটনকে এক ম্যাচ খেলানো নিয়ে উঠেছে প্রশ্ন। আন্দ্রে রাসেল-সুনিল নারিনরা টানা বাজে খেললেও তাদের বাদ দেওয়া হচ্ছে না। তাহলে কি বাংলাদেশি বলেই লিটন বাদ?


সাধারণ সমর্থকদের এই প্রশ্ন উঁকি দিয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের মনেও। তিনি এই মুহূর্তে দলের সঙ্গে আছেন ইংল্যান্ডে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমিও দেখেছি কমবেশি সব ম্যাচই। হয়তো অন্যদের অগ্রাধিকার আমাদের চেয়ে বেশি। তবে আমার মনে হয় এটা হওয়া উচিৎ না।

সবাইকেই সমানভাবে সুযোগ দেওয়া উচিৎ। মুস্তাফিজ অনেকদিন ধরে আইপিএল খেলছে। সাকিবও অনেকদিন ধরে খেলে। লিটন প্রথমবার গিয়েছিল। তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিৎ ছিল। আমার মনে হয় না তারা সবাইকে সমান চোখে দেখে।'


পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় লিটন আর মুস্তাফিজের মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। তবে জালাল ইউনুস জানালেন সব ঠিক আছে। তার ভাষায়, 'তারা ঠিকঠাক আছে। খেলেনি এটা তাদের টিম প্ল্যানের অংশ। দলের পরিকল্পনা থাকে -এটা জেনেই তারা গেছে।

এমন না যে একেবারে খেলেনি। মুস্তাফিজ দুটো ম্যাচ খেলেছে, লিটন একটা ম্যাচে সুযোগ পেয়েছিল। হয়তো ক্লিক করতে পারেনি। আরেকটু সুযোগ দিলে ভালো হতো। আর এক-দুটি ম্যাচ সুযোগ দেওয়া উচিৎ ছিল। লিটন আরেক ম্যাচে সুযোগ পেলে আমার মনে হয় ভালো করত। তবে ওরা হতাশ নয়। ঠিক আছে।'

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর