• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

কার হাতে উঠছে ব্যালন ডি’অর, জানালেন ফ্রান্সের কিংবদন্তি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ জুন ২০২৩  

বিশ্ব ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর। ফুটবলের মাঠ শাসন করে বেড়ানো প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে এই পুরস্কারটি উঁচিয়ে ধরার। তবে বছরে সেই ভাগ্য হয় মাত্র একজন ফুটবলারের।
আগামী অক্টোবরে ফ্রান্সে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠান। সেখানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। কিন্তু তার আগেই এবারের বিজয়ী কে হচ্ছেন, সেটি জানিয়ে দিয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার অ্যালাইন গিরেস।

সম্প্রতি ফ্রান্স ফুটবল উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই বছরের ব্যালন ডি’অর লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যে একজনের হাতে উঠবে। তবে তিনি হালান্ডকে শীর্ষ তিনের মধ্যে রেখেছেন। হালান্ড চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটির হয়ে ১১ ম্যাচে ১২ গোল করে শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন। 

মেসি বিদায়ী মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে ৪১ ম্যাচে ২১টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেছেন। এমবাপ্পে ৪৩ ম্যাচে ৪১টি গোল এবং ১০টি অ্যাসিস্ট প্রদান করেছেন। এই দুই ফরোয়ার্ডই পিএসজির লিগ ওয়ান শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

নিজের যুক্তির পক্ষে গিরেস বলেন, এমবাপ্পে ও মেসি দুজনেই বিশ্বকাপ এবং হালান্ড চ্যাম্পিয়ন্স লিগের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছেন। এই খেলোয়াড়রা বড় বড় প্রতিযোগিতা থেকে উঠে এসেছে।  যা তাদের অন্যদের চেয়ে বেশি স্পটলাইটে রেখেছে। উপরন্তু এককভাবে তাদের এমন দক্ষতা রয়েছে যে আমরা তিনজনকেই শীর্ষ তিনে রাখতে পারি।

গিরেস আরও বলেন, তাহলে কাকে এগিয়ে রাখবেন? বিষয় সহজ নয়. আর্জেন্টিনা? ফরাসি দল? ম্যানচেস্টার সিটি? গত বছর ৩য় স্থানে ছিলেন কেভিন ডি ব্রুইন। তবে এবার সেখানে, আমি অন্য কাউকে দেখতে পাচ্ছি না। মূল কথা হলো মেসি-এমবাপ্পে, দুজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর