• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩  

প্রথমবার যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। কিন্তু এবার সেই আক্ষেপটা পূরণ হলো বাংলাদেশের যুবাদের। এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। রবিবার টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশের যুবারা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রানের ভালো স্কোর গড়ে যুবারা। দলের হয়ে আশিকুর রহমান শিবলী একাই করেন ১২৯ রান। বাংলাদেশের দেওয়া ২৮৩ রানের টার্গেটে খেলতে নেমে ৮৭ রানে সব উইকেট হারিয়ে ফেলে আমিরাত। ফলে ১৯৫ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সুবিধা করতে পারেনি আরব আমিরাতের যুবারা। ইনিংসের প্রথম বলে চার মেরে শুরু করলেও টাইগার পেসারদের সামনে অসহায় হয়েই থাকতে হয়েছে তাদের। আর্জুন শর্মাকে সাজঘরে ফেরান তারকা হয়ে ওঠা পেসার মারুফ মৃধা। দলের রান তখন ১২। দলীয় ২৮ রানের সময় আবারও আঘাত। এবার ফিরলেন অক্ষত রাই। ৩৫ থেকে ৪৫, ১০ রানের ব্যবধানে আরো তিন উইকেট হারায় আরব আমিরাত। তিনবারই বাংলাদেশের নায়ক বর্ষণ। তার ইনসুইং আর আউটসুইংয়ে তাসের ঘরের মত ভেঙে পড়েছিল স্বাগতিকদের মিডল অর্ডার। ৪৫ রানে পঞ্চম উইকেটের পরেই বরং কিছুটা প্রতিরোধ দেখিয়েছিল দলটি। ধ্রুব পরশহার এবং ইয়ায়িন রাই মিলে ১৬ রান যোগ করেছেন। এজন্য দুজনে খেলেছেন ৫ ওভারের বেশি। তাদের সেই জুটি ভেঙেছেন ইমন। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচ একেবারেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এই পেসার। ৬১ রানে পতন ঘটে ৭ম উইকেটের। এরপর ৭১ রানে হার্দিক পাইকে ফেরান স্পিনার জীবন। আর ৭২ রানে মারুফের বলে আউট হন আইমান আহমেদ। বাংলাদেশের জয় তখন ছিল কেবল সময়ের ব্যাপার। শেষ উইকেটের জন্য খানিক সংগ্রাম করতে হয়েছে টাইগার বোলারদের। ধ্রুব প্রতিরোধ করতে চেয়েছেন ১১ নম্বরে নামা অমিদ রহমানের সঙ্গে। তবে তাতে ম্যাচের গল্প বদলানো যায়নি। ২৪.৫ ওভারে ৮৭ রান করে আউট হয়ে যায় আরব আমিরাত। ফলেযুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর