• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

পাকিস্তানে খেলতে যাচ্ছে ভারত, দলে রয়েছেন যারা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মাটিতে লম্বা সময় খেলেনি ভারত। বৈশ্বিক ইভেন্টে অবশ্য ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের। তবে এবার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানে খেলতে যাচ্ছে ভারত দল। ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপের-১ প্লে অফ টাইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একে অপরের বিপক্ষে মাঠে নামবে তারা। এরই মধ্যে সেই ম্যাচের জন্য পাঁচ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক ভালো না হলেও আপাতত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়েছে ভারত। শেষ পর্যন্ত যদি ভারত দল পাকিস্তান সফর করে তাহলে ৬০ বছরে প্রথমবার ডেভিস কাপের ম্যাচ খেলতে পাকিস্তান যাবে ভারতীয় লন টেনিস দল। এর আগেও ডেভিস কাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সর্বশেষ সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানে। এবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের ইসলামাবাদের ঘাসের কোর্টে। জানা গেছে, টাইয়ে ভারতকে নেতৃত্ব দেবেন রামকুমার রামানাথান। দলে রয়েছেন ডাবলস স্পেশালিষ্ট এন শ্রীরাম বালাজি, যুকি ভাম্ব্রি, সাকেত মাইনেনি, দিগ্বিজয় প্রতাপ সিং।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর