• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বাঁচা-মরার লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪  

বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে টাইগার যুবারা। তবে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে সোমবার মাঠে নামবে মাহফুজুর রহমান রাব্বির দল। যেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের যুবারা।
সোমবার দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের যুবারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

গ্রুপ পর্বের বাঁধা টপকে সুপার সিক্সের দৌড়ে ভালোভাবে টিকে থাকতে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। এজন্য আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে টাইগার যুবাদের কাছে।

এর আগে শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে ছিল জুনিয়র টাইগাররা। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২৫২ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে মাত্র ১৬৭ রানেই গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। এতে ৮৪ রানের জয় দিয়ে বিশ্বকাপে শুভসূচনা করল ভারত।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল:

মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর