• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আগামীকাল শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে নামছে বাংলাদেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ মার্চ ২০২৪  

জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করার লক্ষ্যে বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বুধবার দুপুর আড়াইটায়।

এর আগে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলংকা।

প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ রানে রোমাঞ্চকর জয় পায় শ্রীলংকা। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে পেসার নুয়ান থুসারার হ্যাটট্রিকে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে লংকানরা।

ইনজুরি আক্রান্ত মাতিশা পাথিরানার জায়গায় ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন থুসারা। এজন্য তাকে সামলানোর পরিকল্পনা নিয়ে ওয়ানডে খেলতে নামতে হবে বাংলাদেশকে।

দুই দলের মধ্যকার সর্বশেষ ওয়ানডেটি ‘টাইম আউট’ ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। পরবর্তীতে এটি টি-২০ সিরিজেও প্রভাব ফেলে। পুরো সিরিজে দুই দলের খেলোয়াড়দের শারিরীক ভাষা ও সর্ম্পক যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ ছিল না।

প্রথম ম্যাচে শ্রীলংকার ওপেনার আভিষ্কা ফার্নান্দোকে আউট করে ‘টাইম আউট’-এর অঙ্গভঙ্গি দেখিয়ে সেই স্মৃতি ফিরিয়ে আনেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। সিরিজ জয় নিশ্চিত হবার পর বাংলাদেশকে খোঁচা মেরে ‘টাইম আউট’ উদযাপন করে শ্রীলংকা।

পরিস্থিতি যেমন অবস্থায় আছে, তাতে এটি স্পষ্ট যে ওয়ানডে সিরিজেও ‘টাইম আউট’ বিষয়টি বড় আকার ধারন করবে। এর আগে গত বিশ্বকাপে সাকিব আল হাসান ‘টাইম আউট’ এর মাধ্যমে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে সাজঘরে ফেরত পাঠান।

এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। এর মধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ১৪টি ম্যাচে জয় ও ৬টিতে হেরেছে শ্রীলংকা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর