• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কেনিয়ায় ভয়াবহ বন্যায় শতাধিক মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

আফ্রিকার বহুজাতিক লোকের দেশ কেনিয়াতে ভয়াবহ বন্যায় ১২০ জন লোকের মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজার লোক।

গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে দেশটিতে বন্যার সৃষ্টি হয়েছিল যা হাজার হাজার বাসিন্দাকে ক্ষতিগ্রস্ত করেছে।

 

বন্যায়১২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। অন্যরা বর্তমানে দূষিত পানির জন্য হুমকির মুখে রয়েছে যা পানি সংক্রান্ত রোগ ছড়ানোর কারণ হতে পারে।

 

কর্তৃপক্ষরা এখনো বন্যায় নিখোঁজদের সন্ধান করছে যা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।

 

দেশটির এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, ‘আমরা একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি কারণ পোকোট সেন্ট্রালে মারা যাওয়া অনেকের লাশ বন্যার পানিতে ভেসে গেছে।’

 

তিনি আরো বলেন, ‘যেখানে আমরা মৃতদেহগুলো পাচ্ছি সেখান থেকে তাদের পূর্ব অবস্থানের দুরত্ব অনেক বেশি।’

 

পথে পানির তীব্র স্রোতের কারণে উদ্ধারকর্মী দলগুলোর বন্যা কবলিত অঞ্চলে পৌঁছাতে দেরী হয়। খবরে বলা হয়, প্রবল বৃষ্টির কারণে কয়েকটি সড়ক ও সেতু বন্ধ হয়ে গেছে।

 

দেশটির বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক সপ্তাহ কেনিয়াজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর