• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

মার্কিন সহায়তা না পেলে পিছু হটবে ইউক্রেন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

কংগ্রেসে বিরোধের কারণে মার্কিন সামরিক সহায়তার প্রতিশ্রুতি না পেলে ইউক্রেন বাহিনীকে রণক্ষেত্র থেকে স্বল্প পরিসরে পিছু হটতে হবে। শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথা বলেছেন। খবর ওয়াশিংটন পোস্টের। জেলেনস্কি বলেন, মার্কিন সমর্থন না থাকা মানে আমাদের কাছে কোনো বিমান প্রতিরক্ষা নেই, কোনো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নেই, ইলেক্ট্রনিক যুদ্ধের জন্য কোনো জ্যামার নেই। এমনকি নেই কোনো ১৫৫ মিলিমিটার গোলাবারুদ। তিনি বলেন, এর মানে দাঁড়ায় আমরা পিছু হটব। ধাপে ধাপে, ছোট ছোট পদক্ষেপে। তবে যাতে পিছু হটা না লাগে এমন কিছু উপায় খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, রণক্ষেত্রে যুদ্ধাস্ত্রের ঘাটতির মানে হলো আপনাকে অল্প সরঞ্জামে কাজ চালাতে হবে। যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে সেনা কমাতে হবে। আর যদি এই লাইনটি ভেঙে যায় তবে রুশ সেনারা বড় শহরে ঢুকে যাবে। এদিকে প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে জেলেনস্কি ঘোষণা করেছেন, ২০২২ সালে আয় বেড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ২০২২ সালে তার আয় আগের বছরের তুলনায় ৩ কোটি ৭০ লাখ ইউক্রেনীয় রিভনিয়া থেকে বেড়ে ১২ কোটি ৪২ লাখ রিভনিয়া হয়েছে। এর পেছনে কিছু সরকারি বন্ডের ভাড়া এবং বিক্রয়ের ভালো আয় হওয়ার কথা জানিয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর