• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইতিহাস গড়লো বগুড়ার তাপমাত্রা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪  

তীব্র দাবদাহে বিপর্যস্ত বগুড়ার জনজীবন। শুক্রবার দীর্ঘ ৩৫ বছর পর জেলার তাপমাত্রা ইতিহাস গড়েছে। এদিন বগুড়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২৬ এপ্রির) বেলা ৩টার দিকে জেলায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বছর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ১৯৮৯ সালের পর বগুড়ায় শুক্রবার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছে। ৩৫ বছর আগে ১৯৮৯ সালে ২১ এপ্রিল জেলায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল। তিনি আরো জানান, জেলায় তীব্র দাবদাহ আরো কিছুদিন থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর