• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১  

চলমান শৈত্য প্রবাহে আক্রান্ত ইসলামপুরের শীতার্ত দরিদ্র পরিবারগুলোর মাঝে কম্বল বিতরণ করেছে নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্র। ১৫ জানুয়ারি জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দিতে বিধবা ও বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি কান্তা রেজা। বিতরণ কাজের মূল সুর ছিলো ‘একটু উষ্ণতা ছড়াই, ভালো রাখি’।

কুলকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একশটি পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক বাবু, ইউপি সদস্য নাজমুল হক প্রমুখ। এসময় নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা সুষ্ঠুভাবে কম্বল বিতরণ কাজে সর্বাত্মক সহায়তা করেন।

ইউপি চেয়ারম্যান নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের সবচেয়ে দুর্যোগ প্রবণ এলাকা ইসলামপুরের কুলকান্দিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে মহত্বের পরিচয় দিয়েছে। তিনি বিভিন্ন সংস্থা ও বিত্তবানদেন চলমান শৈত্য প্রবাহ মোকাবেলা এগিয়ে আসার আহ্বান জানান।

নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের সভাপতি কান্তা রেজা বলেন, তাদের সামর্থ্যরে মধ্যে মানুষের এই সঙ্কটের সময় পাশে দাঁড়িয়েছি। অন্যান্য সংগঠনগুলোকেও এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর